২০২৩ সাল পর্যন্ত ক্রিয়েটরদের আয় কর্তন করবে না ফেসবুক

৮ জুন, ২০২১ ০২:৩০  
অনলাইন ইভেন্ট কিংবা ভক্তদের সাবক্রিপশনের মাধ্যমে ক্রিয়েটরদের অর্জিত আয়ে আপাতভাবে ভাগ বসাচ্ছে না ফেসবুক। আগামী ২০২৩ সাল পর্যন্ত এই আয়ের পুরোটাই পাবেন ক্রিয়েটররা। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। খবর এনগ্যাজেট। জুকারবার্গ জানান, উক্ত সময় পর্যন্ত পেইড অনলাইন ইভেন্ট, ভক্তদের সাবস্ক্রিপশন, ব্যাজ এবং উন্মোচিত হতে যাওয়া নিউজলেটার ফিচারটি থেকে আয় এই পলিসির আওতায় থাকছে। তবে যখন ফেসবুক উক্ত আয় থেকে ফি কর্তন করবে সেটি অ্যাপল কিংবা অন্যান্য কোম্পানির ৩০ শতাংশ চার্জের থেকে কম হবে। ফেসবুক প্রধান আরও জানান, ক্রিয়েটরদের জন্য নতুন পেআউট ইন্টারফেস তৈরি করছে ফেসবুক। সেখানে তাদের আয়ে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ফি ও ট্যাক্স কী ধরণের প্রভাব ফেলতে পারতো সেটির পার্থক্য দেখা যাবে। প্রাথমিকভাবে ইন্টারফেসটি ওয়েবে এবং পেইড অনলাইন ইভেন্টের ক্ষেত্রে দেখা যাবে। ফেসবুকের এই ঘোষণা থেকে বোঝা যাচ্ছে আগামীতে টুইচ, টুইটার এবং সাবস্টাকের সাথে প্রতিযোগিতায় যাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ডিবিটেক/বিএমটি